নিজস্ব প্রতিবেদক: যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ী ও এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৬ যশোরের আলাদা দুইটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মাগুরা জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি সোহেল ।
সোহেল ২০১২ সালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার হন। বিচার শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। আটক সোহেলকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, যশোর শহরের খয়েরতলা বাজারে হালিমা বেগম ময়নাকে তার সাথে থাকা দুইটি ব্যাগের ভেতর থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ আটক করে।
হালিমা বেগম ময়না যশোরের খড়কির তৈয়ব আলীর স্ত্রী। ময়না দীর্ঘদিন হতে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
স্বাআলো/এস