যশোর

যশোরে প্রবাসীর স্ত্রীকে যৌন নিপীড়ন, আটক ১

| February 2, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে এক প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগে মনোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

২৮ জানুয়ারি সদর উপজেলার ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড কলেজের পিছনে এই ঘটনার পরে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে কোতোয়ালী থানায় ভুক্তভোগী নারী মামলা করেছেন।

আটক আসামি মনোয়ার হোসেন বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা।

বাদী সদর উপজেলার দেয়াপাড়া গ্রামের সাহাপাড়ার বাসিন্দা।

তিনি মামলায় জানিয়েছেন, তার স্বামী তিন বছর যাবৎ ওমানে চাকরি করেন। দুইটি মেয়ে নিয়ে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করেন। স্বামী বাড়িতে না থাকায় আসামি প্রায় সময় তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে থাকে। রাজি না হওয়ায় হুমকি ধামকি দেয়াসহ সুযোগ সন্ধানে থাকে। ২৮ জানুয়ারি আসামি মনোয়ার হোসেন বাড়িতে বলছে তার বড় মেয়ে স্কুলে দাঁতের যন্ত্রণায় কান্নাকাটি করছে। সেই কথা শুনে আসামি মনোয়ারের মোটরসাইকেলে করে মেয়েকে স্কুল থেকে নিয়ে চিকিৎসা করানোর জন্য বাড়ি থেকে রওনা করেন। ছাতিয়ানতলা ইউনাইটেড গার্লস স্কুল এন্ড কলেজের পিছন দিয়ে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেল থামিয়ে হাত ধরে পাশে কুল ক্ষেতের মধ্যে নিয়ে যৌন নিপীড়ন চালানোর চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি মনোয়ার হোসেন দৌড়ে পালিয়ে চলে যায়। পরে এই ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ মনোয়ারকে আটকের পর শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply