যশোর

যশোরে বার্মিজ চাকুসহ ৫ যুবক আটক

| February 6, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে দুইটি বার্মিজ চাকুসহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার শেখহাটি ঋষিপাড়া এলাকা ও রাতে শহরের রেলরোড থেকে তাদেরকে আটক করা হয়।

তারা হলেন, নীলগঞ্জ তাঁতীপাড়ার তামিম শরীফ, আর এন রোড মসজিদ গলির আব্দুর রহমান নেহাল, ঝুমঝুমপুরের সাকিব হোসেন, শেখহাটির জয় ও একই এলাকার হুমায়ূন কবির রাজা।

পৃথক এ ঘটনায় কোতোয়ালী থানায় দুইটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতরা দেশীয় অস্ত্র-নিয়ে বিভিন্ন এলাকায় ভয়ভীতি দেখিয়ে নানা ধরণে অপকর্ম করে বেড়ায়। তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo