যশোর শহরের মনিহারে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে মনিহার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি আগুনে ভস্মীভূত হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, রাতে দুর্বৃত্তরা শহরের মনিহার মোড়ে বিআরটিসির একটি বাস পার্কিং করা অবস্থায় আগুন ধরিয়ে দেয়। বাসে কোনো যাত্রী ছিলো না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।