যশোরের শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তার ছেলে সম্রাটকে (৩২) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রবিবার (৮ অক্টোবর) বিষয়টি নিয়ে জানাজানি হয়। এর আগে শনিবার (৭ অক্টোবর) দুপুরে তাকে আটক করা।
আটক সম্রাট শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসের ছেলে। তাদের বাড়ি শার্শা উপজেলার বাগআচড়ার কলেজ রোডে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদফতরের উপপরিদর্শক (এসআই) শেখ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সম্রাটের শোবার ঘর থেকে লুকায়িত অবস্থায় ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।
এ বিষয়ে শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস বলেন, আমি কোনো কিছু জানি না। যারা ধরে নিয়ে গেছে তাদের কাছে জানেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস আকিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম একজনকে আটক করে ইয়াবাসহ আমাদের কাছে হস্তান্তর করেছে। দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
স্বাআলো/এসএ