যশোরে মাদক মামলার তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাচালান মামলায় বেনাপোল সাদীপুরের তিন ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালতে।

একই সাথে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে খালাস দেয়া হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) অতিরিক্তি দায়রা জজ ফারজানা ইয়াসমিন এই রায় দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বেনাপোলের সাদীপুরের গ্রামের হাবিবুর রহমান হবি, শওকত হোসেন ও আকবর আলী ওরফে মাদক সম্রাট আকবর।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মামলার বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ২ ডিসেম্বর যশোরের ডিবি পুলিশ বেনাপোলের সাদীপুর গ্রামের আকবরের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে
পালিয়ে যাওয়ার সময় হাবিবুর রহমান ও শওকত হোসেনকে আটক করা হয়।

তাদের স্বীকারোক্তিতে আকবর আলীর বিল্ডিংয়ের দক্ষিণ কোনার রুমে তল্লাশি করে কার্টুনের ভিতর থেকে দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়।

এই ঘটনায় আটক আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে ১৩ জনের নাম উল্লেখ করে মাদক নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন ডিবির এসআই শহিদুল ইসলাম।

যশোরে সুদের টাকা না দিতে পেরে মহাসিনকে হত্যা, আটক লিখনের স্বীকারোক্তি

তদন্ত শেষে ১০ জনকে অভিযুক্ত ও বিভিন্ন সময় আটকসহ অপর ১০ জনের অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবির এসআই শরিফুল ইসলাম।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামি হাবিবুর রহমান, শওকত হোসেন ও আকবার আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আব্দুল হামিদ, যশোরে বেবী ওরফে মাদক সম্রাঙ্গী বেবী, রুমা বেগম, আসমা খাতুন, সালাম, আতিয়ার রহমান ও আলালকে খালাস দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান হবি, শতওক হোসেন ও আকবর আলী কারাগারে আটক আছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

প্রেসক্লাব চৌগাছার সভাপতি জাফর, সম্পাদক আজিজুর

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের প্রেসক্লাব চৌগাছার দ্বিবার্ষিক কমিটি গঠন...

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...