নিজস্ব প্রতিবেদক: দারুল আবরার কওমী মাদরাসার অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকচর জামিয়া কুরআনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা নাজির উদ্দিন।
দারুল আবরার কওমী মাদরাসার সভাপতি আলহাজ আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যশোর মারকাজ মাদরাসার মুহতামিম মুফতি সফিউল্লাহ হাবিবি।
মাদরাসার পরিচালক শরিফ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ গ্রহণ করেন, মাদরাসার সহ-সভাপতি নাসির উদ্দিন, সম্পাদক রহমত হোসেন, ইঞ্জিনিয়র শিহাব উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
স্বাআলো/এসআর
