যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মুক্তেশ্বরী নদী থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টার দিকে নদীর পাড়ে খেলতে যাওয়া কয়েকজন শিশু প্রথমে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের কয়েকজন শিশু নদীর পাড়ে খেলছিল। হঠাৎ তারা নদীর ওপারে এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আব্দুস সামাদ ও রহমত আলী নামের দুইজন গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্যান্যদের সহায়তায় একটি নৌকা নিয়ে নদীতে যান এবং লাশটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
উদ্ধারকারীরা জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর হতে পারে। তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। তবে আশেপাশের কেউই তাকে চিনতে পারেননি। ধারণা করা হচ্ছে, তিনি স্থানীয় নন; পাশ্ববর্তী কোনো এলাকা থেকে আসতে পারেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “লাশ উদ্ধারের পর আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছি। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন কিংবা অপরাধমূলক ঘটনার সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। আমরা ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছি এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”