নিজস্ব প্রতিবেদক: যশোর-খুলনা সড়কের রূপদিয়ায় মার্বেল ইন্ডাস্ট্রির সামনে স্কুলগামী ভ্যান বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এ দুর্টঘনাটি ঘটে।
রাজীব পরিবহন নামে বাসটি গোপালগঞ্জ থেকে বেনাপোল যাচ্ছিলো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে এসে বেনাপোল যাচ্ছিলো রাজিব পরিবহনের বাসটি। পথে সকাল ৯টার দিকে সড়কের রূপদিয়া মার্বেল ইন্ডাস্ট্রিজের সামনে ছাত্রছাত্রী বহনকারী একটি স্কুলভ্যানকে বাঁচাতে যায়। এসময় দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসটির ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
আহতরা জানিয়েছে, বাস যাত্রীদের মধ্যে অনেকেই ভারতগামী ছিলেন।
স্বাআলো/এস