Uncategorized

যশোরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, ছুরিকাঘাতে আহত ২

| February 25, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরের নামযজ্ঞ শুনে ফেরার পথে চয়ন দাস (১৬) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুবৃর্ত্তরা। একই ঘটনায় স্বাধীন দাস (১৮) ও দীপ্ত দাসকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে যশোরের চুড়ামনকাটির ধানতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের চয়নের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

আহত স্বাধীন ও দীপ্ত যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে।

যশোরে যৌতুকের দাবিতে অন্তঃসত্বা গৃহবধূকে নির্যাতনের ঘটনায় মামলা

নিহত চয়ন কাঠিদাস পাড়ার নয়ন দাসের ছেলে। আহত স্বাধীন দাস কাঠিদাস পাড়ার সাধন দাসের ছেলে। দীপ্ত দাস একই এলাকার নিরঞ্জন দাসের ছেলে।

ছুরিকাঘাতে আহত স্বাধীন দাসের মা সুমিদাস অভিযোগ করে জানায়, গত দুইদিন ধরে জিকোরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠান চলছিলো। ছেলে নামযজ্ঞ অনুষ্ঠান দেখতে যায়। নামযজ্ঞ অনুষ্ঠানের মধ্যে ভোগের সময় চুড়ামনকাঠির ধানতলা এলাকার অনিক ও বিশালের সাথে কথা কাটাকাটি হয় চয়ন, স্বাধীন ও দীপ্তের সাথে। শনিবার রাত ১টার দিকে সিএনজি যোগে ছেলেরা মল্লিকপুর থেকে বাড়ি ফিরছিলো। এ সময় অনিক ও বিশালসহ ১০-১২ জন এসে সিএনজি থামিয়ে স্বাধীন ও দীপ্তকে ছুরিকাঘাত করে। চয়নকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। স্থানীয়রা আহত এবং নিহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই চয়নের মৃত্যু হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে হত্যা কিনা বলা যাবে।

কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক অপারেশন পলাশ বিশ্বাস বলেন, আমি শুনেছি হত্যাকাণ্ডের কথা। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।

স্বাআলো/এস

Shadhin Alo