নিজস্ব প্রতিবেদক: যশোরে ২০০ পিস ইয়াবাসহ গোলাম রব্বানী নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এসআই হেলাল উদ্দিন শহরতলীর চূড়ামনকাটির রয়েল মেডিকেলের সামনে থেকে তাকে আটক করেন।
যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
আটক গোলাম রব্বানী সদর উপজেলার চূড়ামনকাটি এলাকার বাসিন্দা।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিলো ইয়াবার একটি চালান হাত বদল হবে। মঙ্গলবার রব্বানীর দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
স্বাআলো/এস