নিজস্ব প্রতিবেদক: যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা হাবিবুর রহমান (৭০) নামে এক ফাঁসির আসামি মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলা শরিফুল আলম জানান, হাবিবুর রহমান একটি হত্যা মামলায় হাসির দণ্ডপ্রাপ্ত কয়েদি আসামি (৬২২৩/এ)।
আসামি হাবিবুর রহমান মাগুরা জেলার শালিখা উপজেলার গোটবার গ্রামের গহর মুন্সির ছেলে।
হাবিবুর মাগুরা জেলা কারাগারে ছিলেন। গত বছর ২০২৩ সালের জুন মাসের ২০ তারিখে যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন।
যশোরে প্রবাসীর স্ত্রীকে যৌন নিপীড়ন, আটক ১
শনিবার বুকে ব্যথার অনুভব করে। এ সময় তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের আর এম ও পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, হাসপাতলে আসার আগেই যশোর কেন্দ্রীয় কারাগার থেকে আসা হাবিবুরের মৃত্যু হয়েছে। হার্ট বুকের সমস্যায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে । ময়নাতদন্ত শেষে রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্বাআলো/এস