যশোর

যশোর জিলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

| February 12, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোর জিলা স্কুলের ১৮৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জিলা স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিন ৮০ মিটার দৌড়, এক পায়ে দৌড়, মোরগ লড়াই, চেয়ার সিটিং,১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফসহ মোট ২৭ ইভেন্টের প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন ও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ।

উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক গোলাম আজম, সহকারী প্রধান শিক্ষক (দিবা) সেলিনা আক্তার, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) সেলিম হোসেন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও জামাল উদ্দিন প্রমুখ।

স্বাআলো/এস

Shadhin Alo