কেশবপুর (যশোর) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সমিতির মণিরামপুর সদর দফতরে অনুষ্ঠিত সাধারণ সভার দ্বিতীয় পর্বে পরিচালকদের ভোটে কেশবপুরের দুইজন
পরিচালক এনামুল হাসান নির্বাহী কমিটির সভাপতি ও আব্দুল্লাহ আল ফুয়াদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সমিতি বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক এনামূল কবির পরিচালকদের শপথ বাক্য পাঠ করান।
এরপর গোপন ব্যালটে পরিচালকদের ভোটে নির্বাহী কমিটি গঠিত হয়। নির্বাচনে ৩নং এলাকা কেশবপুরের মনোনীত পরিচালক এনামুল হাসান সভাপতি, মণিরামপুর ২নং এলাকা পরিচালক আজিজুর রহমান সহসভাপতি, নড়াইলের লোহাগড়া এলাকা পরিচালক আবু আব্দুল্লাহ সচিব এবং কেশবপুর ৩নং এলাকা পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে।
নির্বাচনে সহযোগিতা করেন বিআরইবির সহকারী পরিচালক কাকলি ও সমিতির এজিএম (এমএস) রাম কুমার ঘোষ।
কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি এনামুল হাসান রাজুর সভাপতিত্বে ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল লতিফের পরিচালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আজিজুর রহমা, পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, এনামুল কবির ও সমিতির প্রাক্তণ সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।
স্বাআলো/এস