নিজস্ব প্রতিবেদক: শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে যশোর শিক্ষাবোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে।
কোনো কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
এ পরীক্ষায় এক লাখ ৪৯ হাজার ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ২৩০ জন অংশ নেয়নি।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডে ইংরেজি প্রথমপত্রে এক লাখ ৪৯ হাজার ৭৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৪৭ হাজার ৮৪৭ জন। অনুপস্থিত রয়েছে এক হাজার ২৩০ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে খুলনায় ১৩৯ জন, বাগেরহাটে ৮২ জন, সাতক্ষীরায় ৯৬ জন, কুষ্টিয়ায় ১৪১ জন, চুয়াডাঙ্গায় ১১৮ জন, মেহেরপুরে ৭০ জন, যশোরে ২১১ জন, নড়াইলে ৭৫ জন, ঝিনাইদহে ১৯৭ জন ও মাগুরায় ১০৩ জন।
স্বাআলো/এস