রমজানে নিত্যপণ্যের কোনো অভাব থাকবে না: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, রমজানে কোনো কিছুর (নিত্যপণ্যের) অভাব হবে না। ইতোমধ্যেই সব ব্যবস্থা করা হয়েছে। কোনো সমস্যা হবে না।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সরকারি বাসভবন গণভবনে জার্মানি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিষয়ে শেখ হাসিনা বলেন, ছোলা, খেজুর, চিনিসহ পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানির ব্যবস্থা রয়েছে। তা নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ আমরা অনেক আগেই এর জন্য ব্যবস্থা করেছি।

অবৈধভাবে পণ্য মজুতদারদের গণধোলাই দেয়া উচিত: প্রধানমন্ত্রী

আগামী পাঁচ বছরের সরকারের কাজের প্রাধান্য তুলে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছর অনেক কাজ করতে হবে। যেহেতু ২০২৬ সাল থেকে আমাদের উন্নয়নশীল দেশের যাত্রা শুরু হবে তাই যে সময়টুকু পাবো সেটাকে কাজে লাগিয়ে যথাযথভাবে এগিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। ইতোমধ্যে বিভিন্ন কমিটি গঠণ করে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

উন্নয়ন টেকসই করার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরে তার সরকারের প্রধান গুরুত্বই থাকবে আমাদের আর্থ-সামাজিক উন্নতির যেটা হয়েছে সেটা যেনো টেকসই হয়।

প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন আজ

কারণ, যে পর্যায়ে থেকে আমরা উঠে এসেছি সেটা টেকসই করে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা হচ্ছে জাতিসংঘের এসডিজি বাস্তবায়ন ২০৩০ সালের মধ্যে, সেটা আমরা সময় পেয়েছি ২০৩২ সাল পর্যন্ত। এরমধ্যে যেগুলো আমাদের দেশের জন্য প্রযোজ্য সেগুলো আমরা ইতোমধ্যে বাস্তবায়ন করে যাচ্ছি।

স্বাআলো/এসআর

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ইউএনওর নম্বর ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)...

দেশে বেকার বেড়ে ২৬ লাখ ৬০ হাজার, বাড়বে আরো

দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন ২৬ লাখ ৬০ হাজার।...

নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের...

উষ্ণভাব আরো দুই-তিন দিন, বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ

কুয়াশার ঘনত্ব কমে সূর্যের দেখা মেলায় রোববার তাপমাত্রা বেড়েছে...