আজাদুল হক, বাগেরহাট: জেলার রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডর (বিআইএফপিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন ভারতের প্রকৌশলী সঙ্গীতা কৌশিক।
বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এই পদে যোগদানের পূর্বে সঙ্গীতা কৌশিক এনটিপিসি লিমিটেড, ভারতের নির্বাহী পরিচালক (ব্যবসা উন্নয়ন, আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন ও পরামর্শ) হিসেবে দায়িত্ব পালন করেন।
বাগেরহাট ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক মেইল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেন, প্রকৌশলী সঙ্গীতা কৌশিক ১৯৬৬ সালে ভারতে জন্মগ্রহণ করেন।
তিনি ভারতের গোবিন্দ বল্লভ পন্ত ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্ব্রিক্যাল স্ট্রীম বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে ইঞ্জিনিয়ার ট্রেইনি হিসেবে এনটিপিসিতে যোগদান করেন।
পরবর্তীতে, তিনি এমডিআই, গুরগাঁও, ভারত থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রী অর্জন করেন।
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান সিদ্দিক আর নেই
তিনি সম্প্রতি নির্বাহী পরিচালক (ব্যবসা উন্নয়ন, আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন এবং পরামর্শ) হিসেবে কর্মরত ছিলেন এবং ইতোপূর্বে ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট (আইবিডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই মেয়ে সন্তানের জননী।
স্বাআলো/এস