ভোলায় বাসের ধাক্কায় শিশুসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
রবিবার (২৬ নভেম্বর) ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালমোহন পৌর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার (৫৫) ও হাসনাইন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ভুট্টর ছেলে হাসনাইন (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরফ্যাশন থেকে যাত্রীবাহী একটি বাস ভোলার দিকে আসছিল। পথে লালমোহনের লাঙ্গলখালী এলে পথচারীদের বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশার ওই দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় নাগর নামে আহত একজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, রিকশাকে ধাক্কা দেয়া বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস