প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৮ অক্টোবর) গণভবনে এ সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী এ সময় বিশ্বনন্দিত ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে বলেন, আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।
রোনালদিনহো ক্রীড়াক্ষেত্রে অসামান্য উন্নয়নের জন্য এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীকে রোনালদিনহো তার স্বাক্ষরিত একটি জার্সি উপহার দেন। প্রধানমন্ত্রী রোনালদিনহোকে নৌকা প্রতীক উপহার দেন।
এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ