জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাটে পূর্বশত্রুতার জের ধরে ধান খেতে কীটনাশক বিষ প্রয়োগ করে ৯টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী নারী এ ঘটনায় কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বৃহস্পতিবার উপজেলার ধানশালিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চর গুল্লাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রোওশন আরার লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের মো.মাহবুল (৬৫) আবদুল হক (৩৫), আবুল বাসার (৩০)। তারা তার পাশের বাড়ির লোক। ওই নারী ছোট পরিসরে কয়েকটি হাঁস, মুরগি পালন করে নিজের জীবিকা নির্বাহ করে। এতটুকু প্রতিবেশীরা মেনে নিতে না পেরে, তাকে না জানিয়ে তাদের ধানের জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে। বৃহস্পতিবার ৯টি হাঁস তাদের জমিতে পানি খাওয়ার জন্য গেলে আকষ্কিক বিষক্রিয়ায় সাথে সাথে পাঁচটি হাঁস মারা যায়। আরো চারটি হাঁস মারা যাওয়ার উপক্রম হলে জবাই করে দেন ওই গৃহবধূ ।
কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই ) মনির হোসেন বলেন, ভুক্তভোগী নারী মৃত ৯টি হাঁস থানায় নিয়ে আসে।
ওসি হাঁসগুলো দেখে মাটিতে পুঁতে ফেলার জন্য বলে। তাৎক্ষণিক একটি লিখিত অভিযোগ নেয়া হয়েছে। অভিযোগের আলোকে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্বাআলো/এস