ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাগেরহাটের কৃতি সন্তান এইচএম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ধর্ম-বর্ণ জাতি ভেদাভেদ রেখে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিকল্প কোনো নেই। দেশকে অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির পথে এগিয়ে নিতে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য সকলকেই ঐক্য বদ্ধ থাকতে হবে। কোনো অশুভ শক্তি ব্যক্তিস্বার্থে যাতে সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সকলকে সচেতন থাকতে হবে।
দুর্গাপূজা উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) রাতে শরণখোলা উপজেলার সকল পূজামন্ডপ পরিদর্শন করেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে এসব কথা বলেন।
বদিউজ্জামান সোহাগ স্ত্রীসহ শনিবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসবে সামিল হন। তিনি শরণখোলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে সবশেষ রায়েন্দা কালী মন্দির পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম, দেশবাসীর অধিকার বাস্তবায়ন, সার্বিক উন্নয়ন বিষয়ে তুলে ধরেন।
এ সময় শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম এ রশিদ আকন, আওয়ামী লীগ নেতা শেখ আসাদুজ্জামান আসাদসহ আওয়ামী লীগ , যুবলীগ ও ছাত্রলীগের উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ