দিনাজপুরের বিরলে ভবেশ চন্দ্র রায়ের হত্যাকাণ্ড, চট্টগ্রামের সীতাকুণ্ডে স্কুল প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা এবং রাঙামাটির কাউখালীতে মারমা তরুণীর সম্ভ্রমহানির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
রোববার (২০ এপ্রিল) রাতে এক যৌথ বিবৃতিতে পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এসব মন্তব্য করেন।
বিবৃতিতে তারা বলেন, চলতি বছরের মার্চ মাসেই সারা দেশে প্রায় অর্ধশত সহিংসতা সংঘটিত হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, ধর্ষণ, মন্দিরে হামলা, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার, আদিবাসীদের ওপর হামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের মতো ঘটনা।
নেতৃবৃন্দ বলেন, “এসব ঘটনা চলমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করছে।” তারা অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।