রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত ‘ঐকমত্য কমিশন’-এর সঙ্গে বৈঠকের বিরতিতে এই অবস্থানের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
সালাহ উদ্দিন আহমদ বলেন, “রাষ্ট্রের নাম ও সংবিধান একটি জাতির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এর পরিবর্তনে আমরা দ্বিমত পোষণ করছি।” তিনি আরও বলেন, সংবিধান নিয়ে কোনো পরিবর্তন আনার আগে জনগণের পূর্ণ মতামত নেওয়া প্রয়োজন।
বৈঠকে উপস্থিত দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও একই সুরে কথা বলেন এবং সংবিধান সংশোধনের বিষয়ে আরও আলোচনা ও স্পষ্টতা দাবি করেন।
এদিকে ঐকমত্য কমিশন রাষ্ট্রীয় কাঠামো ও নতুন রাজনৈতিক বাস্তবতায় কিছু প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। এই বৈঠকে বিএনপি ছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দল অংশ নেয়।