জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলায় ইটভাঙ্গা গাড়ি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মামুন হোসেন (৩৫) নামে এক চালক নিহত হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন সদর উপজেলার ঘোনা এলাকার বাসিন্দা।
আলিপুর গ্রামের আব্দুল গফুর সরদার জানান, মামুন হোসেন ইটভাঙ্গা গাড়ি নিয়ে ঘোনা থেকে ভোমরায় যাচ্ছিলো। পথিমধ্যে সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে গাড়ি চালক মামুন হোসেন ঘটনাস্থলে নিহত হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্বাআলা/এস