সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতিকালে দলের সদস্য আটক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বশির শেখকে (৩৭) আটক করেছে পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাহাজঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে চাপাতি, দুইটি হাসুয়া, শাবল ও রশিসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বশির শেখ খুলনা জেলার রূপসা থানার জাবুশাহ গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, শ্যামনগরের জাহাজঘাটা এলাকায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে ট্রাক আড় করে দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামনগরগামী বিভিন্ন পরিবহনে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের একটি অভিজানি দল শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালিয়ে সড়কের উপর আড় করা একটি ট্রাক আটক করে। পরে ওই ট্রাকের ভেতরে থাকা চাপাতি, দুইটি হাসুয়া, শাবল, রশি ও ডাকাতির অন্যান্য সরঞ্জামসহ বশির শেখকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে সেখানে থাকা ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

আটক বশির শেখকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, তারা এই ট্রাক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতো।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতকদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক বশির শেখকে শ্যামনগর থানায় ডাকাতি প্রস্তুতির মামলায় রজু করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, পিসিপিআর যাচাই করে দেখা যায়, আসামি বশির শেখের বিরুদ্ধে খুলনা জেলার , বটিয়াঘাটা, রূপসাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, মাদকসহ ১৪টি মামলা রয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...