জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার কালিগঞ্জে বাড়ির পার্শ্ববর্তী বাঁশ বাগান থেকে যুবক লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার নলতা ইউনিয়নের বিশেলাক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।
হাসান (২৮) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিশেলাক্ষী গ্রামের জেলে আনাসার আলীর ছেলে।
মৃতের মেজ ভাই সাজু জানান, ভোরে আমরা একসাথে জাল দিয়ে মাছ ধরতে যাই। রবিবার ভোরে মাছ ধরতে যাওয়ার জন্য হাসানকে ডাকাডাকি করে সাড়া পাচ্ছিলাম না। পরে বাড়ির পার্শ্ববর্তী বাঁশ বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেয়া হয়। হাসান বিবাহিত এবং তার দুই বছর বয়সের একটি কন্যা সন্তান আছে জানিয়ে তিনি আরো বলেন, মাঝে মধ্যে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতো। তবে তার ভাই কী কারণে আত্মহত্যা করেছে সে ব্যাপারে নিশ্চিত নন বলে জানান তিনি।
সাতক্ষীরায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্বাআলো/এস