জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলায় আলমসাধু উল্টে রাসেল (৩৫) নামের কালিগঞ্জ বিদ্যুৎ অফিসের এক কর্মচারী নিহত ও একজন আহত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত রাসেল যশোর জেলার চুকনগর এলাকার বাসিন্দা।
আহত আলম সাধু চালক সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার মফিজুল ইসলামের ছেলে রনি মোড়লকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, কালিগঞ্জ বিদ্যুৎ অফিসের কর্মচারী রাসেল ও রনি মোড়ল একটি আলমসাধু নিয়ে কালিগঞ্জ থেকে পাটকেলঘাটা বিদ্যুৎ অফিসে যাচ্ছিলো। পথিমধ্যে সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় পৌঁছেলে দ্রুতগতির আলাম সাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে রাসেল নিহত হয়। গুরুতর আহত হয় আলমসাদু চালক রানী মোড়ল। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
স্বাআলো/এস