যশোর

ঝিকরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল আটক

| November 5, 2023

যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সাবিরা নাজমুল মুন্নিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৫ নভেম্বর) ভোর রাতে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন, ৩১ অক্টোবর নাশকতা কর্মকাণ্ডের অভিযোগে ঝিকরগাছা থানার একটি মামলায় সাবিরা নাজমুল মুন্নিকে আটক করা হয়েছে। নাশকতা কর্মকাণ্ডের ঘটনার পর থেকে তিনি পালিয়ে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে তার অবস্থান সম্পর্কে জানতে পেরে শহরের ঘোপ এলাকা থেকে তাকে আটক করা হয়। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply