হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: জেলার পাটগ্রাম সীমান্ত থেকে কৃষ্ণ কুমার (১৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার বুড়িমারী উফারমারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কৃষ্ণ কুমারের বাড়ি বিহার রাজ্যের মধুবনী জেলায়। তিনি ওই জেলার খাজুলী থানার ব্রহ্মত্র গ্রামের বাসুদেব পাসোয়ানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
৬ ডিসেম্বর বিজয়ের উল্লাসে মেতেছিলো লালমনিরহাটের মুক্তিকামী জনতা
পুলিশ জানায়, মঙ্গলবার বুড়িমারী উফারমারা এলাকার ষোলঘরিয়া সীমান্ত এলাকার মেইন পিলার ৮৩৪/৫ থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষ্ণ কুমার। এসময় বিজিবির বুড়িমারী ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে। পরে আটককৃত ওই ভারতীয় নাগরিককে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়।
পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আটককৃত ভারতীয় নাগরিক পাটগ্রাম থানা পুলিশ হেফাজতে আছেন। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ‘দ্যা কন্ট্রোল অফ এনট্রি অ্যাক্ট ১৯৫২’র ৪ ধারায় মামলার প্রক্রিয়া চলমান। মামলা সংক্রান্তে প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাঁকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
স্বাআলো/এস