Uncategorized

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

| February 25, 2024

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার দ্বীপ উপজেলা হাতিয়াতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল মান্নান (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গ্রেফতার আবদুল মান্নান হাতিয়ার চানন্দী ইউনিয়নের ভূঁইয়ারচর গ্রামের বাসিন্দা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) তথ্য প্রযুক্তির সহায়তায় সুবর্ণচর উপজেলার চরজুবলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুরের দিকে র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বাগেরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকটিম একজন স্কুলছাত্রী। ভিকটিমের বাবা এবং ভাই পার্শ্ববর্তী জেলায় কাজকর্ম করায় ওই স্কুলছাত্রী তার মায়ের সাথে বাড়িতে বসবাস করতো। আসামি মান্নান তাদের প্রতিবেশী হয়। ভিকটিম স্কুলে যাওয়া-আসার পথে প্রতিনিয়ত সে উত্ত্যক্ত এবং প্রেম নিবেদন করতো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শনিবার ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ভিকটিম তার বসতঘরের বাইরে বের হন। ওই সময় মান্নান ভিকটিমের মুখ চেপে ধরে টেনে হিঁচড়ে ভিকটিমের ঘরের পাশে থাকা পুকুর পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে তার মা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। এ ঘটনার ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo