নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী দিলীপ কুমার দে কে ৯২ পুরিয়া হেরোইনসহ আটক করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার এস আই লিখন কুমার সরকার সোমবার দিবাগত রাত বারোটার দিকে দিলীপ কুমারের বসত ঘর থেকে হেরোইন উদ্যানসহ তাকে আটক করেন। আটক দিলীপ কুমার দে বেনাপোল নিত্য হাটের পশ্চিম পাশের মৃত হরিপদ দে ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি সুমন কুমার ভক্ত জানান, পুলিশের কাছে গোপন খবর ছিল হিরোইনের একটি চালান হাত বদল হবে। পুলিশের একটি টিম এ সময় দিলীপ কুমার দের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এসময় দিলিপের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ৯২ পুরিয়া হেরোইন উদ্ধারসহ দিলীপকে আটক করা হয়।
আটক দিলীপ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।