চুয়াডাঙ্গা সদর উপজেলার দুই হাজার ৭২০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে ৪৬ লাখ ৩৫ হাজার ৫১৬ টাকা মূল্যের প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুইয়া।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও সাহাজাদী মিলি।
অনুষ্ঠান শেষে দুই হাজার ৭২০ জন প্রান্তিক কৃষককে ৪৬ লাখ ৩৫ হাজার ৫১৬ টাকা মূল্যের প্রণোদনার ভুট্টা, সরিষা, গম, মশুর, শীতকালীন পেঁয়াজ, পেঁয়াজের উপকরণ, বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
স্বাআলো/এসএ