আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করবে সরকার। সেখান থেকে যে কেউ পেঁয়াজসহ ডাল, আলু ও সয়াবিন তেল নিতে পারবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, ট্রাক সেলে যে কেউ দুই কেজি ডাল, আলু, পেঁয়াজ, দুই লিটার সয়াবিন তেল নিতে পারবে। এতে প্রতি কেজি ডাল ৬০ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা লিটার, পেঁয়াজ ৫০ টাকা ও আলু ৩০ টাকা কেজি দরে দেয়া হবে।
আলু ৩০ ও সয়াবিন ১০০ টাকায় বিক্রি মঙ্গলবার থেকে, মিলবে কার্ড ছাড়াও
টিসিবি কার্ডধারীদের এখন আলু দেয়া হবে না জানিয়ে বাণিজ্য সচিব বলেন, কারণ জেলা প্রশাসকরা সোমবার থেকে সরকারি দাম অর্থাৎ ৩৬ টাকা কেজিতে আলু বিক্রি নিশ্চিত করবে। তেল, চিনি, ডাল, আলু এসব পণ্য আমদানি করতে যেনো ডলারের সমস্যা না হয় সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সেই নির্দেশনা দেয়া হয়েছে। সরকার ভর্তুকি মূল্যে এসব পণ্য দিচ্ছে। প্রতিটি পণ্য অর্ধেক দামে দেয়া হয়।
স্বাআলো/এস