ঢাকা অফিস: চট্টগ্রামের আনোয়ারায় পুলিশ-জনতা সংঘর্ষে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ ছয় পুলিশ সদস্য ও চারজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার সময় উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুরে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৩
এর আগে গত শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়। মামলার আসামি মোজাম্মেল হককে গ্রেফতার করতে গেলে আনোয়ারা ও কর্ণফুলী থানার পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ বাধে। এসময় লোকজন মোজাম্মেল হককে ছিনিয়ে নেয়। মোজাম্মেল হক আনোয়ারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের সমর্থক। উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারী বলে জানা গেছে।
খুলনায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষ, নিহত ৩
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গতকাল বিকেলে আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে স্থানীয় লোকজনের একটি মতবিনিময় সভা ছিলো। ওই অনুষ্ঠান শেষ করে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক ও তাঁর কর্মী মোজাম্মেল হক চাতরী চৌমুহনী বাজারের একটি রেস্তোরাঁয় নাশতা করছিলেন। ওই সময় পুলিশ মোজাম্মেল হককে মামলার আসামি উল্লেখ করে হ্যান্ডকাপ পরিয়ে গ্রেফতার করে নিয়ে যেতে চায়। তবে উপস্থিত লোকজন তাঁকে ছিনিয়ে নেয়। মোজাম্মেলকে ছিনিয়ে নেয়ার সময় পুলিশ ও জনতার মুখোমুখি সংঘর্ষ বাধে এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় চাতরী চৌমুহনী বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এইদিকে ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান ঘটনাস্থলে পৌঁছান।
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত
ঘটনার বিবরণ দিয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, শুক্রবারের ঘটনায় থানায় মামলা হলে কর্ণফুলী থানার পুলিশ আমাদের নিয়ে যৌথভাবে অভিযান চালায় চাতরী চৌমুহনী বাজারে। ওই সময় এজাহারনামীয় প্রধান আসামি মোজাম্মেল হককে গ্রেফতারও করি। কিন্তু আমাদের কাছ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের নেতৃত্বে লোকজন অভিযুক্ত আসামি মোজাম্মেল হককে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেন।
তিনি আরো বলেন, ওই সময় তাঁদের ইটপাটকেল ও লাঠির আঘাতে আনোয়ারা থানার তিনজন, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ মোট ছয় পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১৮টি ফাঁকা গুলি ছোড়া হয়। তবে আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রেস্তোরাঁর ওয়াশরুমে ছিলাম তখন। সেখান থেকে এসে দেখি মোজাম্মেলকে ধরে গাড়িতে তুলে ফেলেছে পুলিশ। আমি তখন কথা বলতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমার দিকে লাঠি হাতে তেড়ে এসে বলেন, মামলার আসামি, তাই গ্রেফতার করা হয়েছে। তখন উপস্থিত বিক্ষুব্ধ জনতা মোজাম্মেলকে কেড়ে নেয়।
পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
এর আগে শুক্রবার বিকেল সোয়া চারটার সময় উপজেলার বন্দর সেন্টার এলাকায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীরা সমর্থকেরা সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। এ ঘটনায় সাইফুজ্জামান চৌধুরীর অনুসারীদের পক্ষ থেকে মামলা করা হয়।
স্বাআলো/এস