লিটন ঘোষ জয়, মাগুরা: কোটা আন্দোলনে সহিংসতা এবং নাশকতার মামলায় মাগুরায় ১১ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৬ জুলাই) তাদের আটক করা হয়।
এ নিয়ে জেলায় মোট ৪০ জন আটক হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট শাহেদ হাসান টগর।
আটককৃতদের মধ্যে রয়েছেন জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদি রাসেল বলেন, চলতি সপ্তাহে বিভিন্ন মামলার আসামিদের আটক করেছে পুলিশ। পুলিশের নিয়মিত অভিযানের অংশ এটি। আটক সবাই কোনো না কোনো মামলায় আসামি।
স্বাআলো/এস