ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৯৫ জনে।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১৭ জন।
বুধবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সাত হাজার ৫৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
স্বাআলো/এস