ঢাকা অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে দ্বিতীয় ধাপে ১১০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্দেশ অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে আট বিভাগের ১১০ জন ইউএনওর বদলির প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে ইসি।
ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়কে কমিশন প্রস্তাবনা দিয়েছিলো, যেসব উপজেলা নির্বাহী অফিসারের কর্মকাল এক বছর বা তার বেশি হয়েছে, তাদের বদলির জন্য।
এর আলোকে নির্বাচন কমিশনের তিনটি ধাপে প্রস্তাব এসেছে। প্রথম ধাপে ছিলো ৪৭ জন, দ্বিতীয় ধাপে এসেছে ১১০ জন। তৃতীয় ধাপে আছে ৪৮ জন। মোট ২০৫ জন ইউএনওর বদলিতে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে।
দ্বিতীয় ধাপে বদলি হওয়া ইউএনওরা হলেন-
খুলনা বিভাগ: কুষ্টিয়ার খোকসার ইউএন রিপন বিশ্বাসকে যশোর সদর, যশোর সদরের ইউএনও অনুপ দাসকে মহেশপুর ঝিনাইদহ, বাগেরহাটের মোংরার ইউএনও দীপংক দাসকে সাতক্ষীরার কালীগঞ্জ, সাতক্ষীরার কালীগঞ্জের ইউএনও রহিমা সুলতানা বুশরাকে বাগেরহাটের রামপাল, যশোরের শার্শার ইউএনও নারায়ণ চন্দ্র পালকে বাগেরহাটের মোংলা, ঝিনাইদহের হরিনাকুন্ডের ইউএনও সুস্মিতা সাহাকে যশোরের চৌগাছা, যশোরের চৌগাছার ইউএনও ইরুফা সুলতানাকে কুষ্টিয়ার খোকসা, সাতক্ষীরার শ্যামনগরের ইউএনও আক্তার হোসেনকে ঝিনাইদহের হরিনাকুন্ডু, রামপালের ইউএনও নজিবুল আলমকে সাতক্ষীরার শ্যামনগর এবং ঝিনাইদহের মহেশপুরের ইউএনও নয়ন কুমার রাজবংশীকে যশোরের শার্শাই বদলি করা হয়েছে।
রাজশাহী বিভাগ: নাটোরের গুরুদাসপুরের ইউএনও শ্রাবণী রায়কে নওগাঁর পোরশায়, সিরাজগঞ্জের কাজিপুরের ইউএনও সুকুমার সরকারকে বগুড়ার শেরপুর, রাজশাহীর বাগমারার ইউএনও এএফএম আবু সুফিয়ানকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, বগুড়ার আদমদিঘির ইউএনও টুকটুক তালুকদারকে নওগাঁর পত্নীতলায়, রাজশাহীর বাঘার ইউএনও শারমিন আখতারকে নাটোরের লালপুর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইউএনও মোহাম্মদ আবুল হায়াতকে জয়পুরহাটের কালাই, পাবনার সুজানগরের ইউএনও মোহাম্মদ তরিকুল ইসলামকে রাজশাহী বাঘা, জয়পুরহাটের কালাইয়ের ইউএনও জান্নাত আরা তিথিকে বগুড়ার ধুপচাচিয়া, বগুড়ার শেরপুরের ইউএনও সানজিদা সুলতানাকে সিরাজগঞ্জের উল্লাপাড়া; রাজশাহীর চারঘাট ইউএনও সোহরাব হোসেনকে সিরাজগঞ্জের কাজিপুর; পাবনা সদরের ইউএনও তাহমিদা আক্তারকে বগুড়ার শাহজাহানপুর; বগুড়ার শাহজাহানপুরের ইউএনও সাইদা খানমকে রাজশাহীর চারঘাট; নওগাঁর পোরশা ইউএনও সালমা আক্তারকে নাটোরের গুরুদাসপুর; সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইউএনও উজ্জ্বল হোসেনকে রাজশাহীর বাগমারা; বগুড়ার রূপচাঁচিয়ার ইউএনও মোঃ সুমন জিহাদিকে পাবনার সুজানগর; নাটোরের লালপুরের ইউএনও শামীমা সুলতানাকে পাবনা সদর এবং নওগাঁর পত্নীতলার ইউনো মোসাম্মাৎ রোমানা আফরোজকে বগুড়ার আদমদীঘিতে বদলি করা হয়েছে।
ঢাকা বিভাগ: ঢাকার দোহারের ইউএনও মোবাশ্বর আলমকে শরীয়তপুরের ডামুড্যা; টাঙ্গাইলের সখিপুরের ইউএনও ফারজানা আলমকে কিশোরগঞ্জের কুলিয়ারচর; ঢাকা নবাবগঞ্জের ইউএনও মতিউর রহমানকে নরসিংদীর বেলাবো; নরসিংদীর বেলাবর ইউএনও আয়েশা জান্নাত তাহেরাকে শরীয়তপুরের গোসাইরহাট; কিশোরগঞ্জের কুলিয়ারচরের ইউএনও সাদিয়া ইসলাম লুনাকে শরীয়তপুরের জাজিরা; নরসিংদীর মনোহরদীর ইউএনও মোহাম্মদ রেজাউল করিমকে টাঙ্গাইলের ধনবাড়ী; গোপালগঞ্জের কাশিয়ানীর ইউএনও মোহাম্মদ মেহেদী হাসানকে ফরিদপুরের বোয়ালমারী; মাদারীপুর সদরের ইউএনও মঈনউদ্দিনকে শরীয়তপুর সদর; মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির ইউএনও মোহাম্মদ রাসেদুজ্জামানকে কপালগঞ্জের কাশিয়ানী; টাঙ্গাইলের ধনবাড়ীর ইউএনও মো: আসলাম হোসাইনকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি; শরীয়তপুরের জাজিরার ইউএনও কামরুল হাসান সোহেলকে ঢাকার নবাবগঞ্জ; মুন্সীগঞ্জের শ্রীপুরের ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারীকে টাঙ্গাইলের সখিপুর; শরীয়তপুর সদরের ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্রকে রাজবাড়ীর গোয়ালন্দ; রাজবাড়ীর গোয়ালন্দের ইউএনও মোহাম্মদ জাকির হোসেনকে ঢাকার দোহার; শরীয়তপুরের ডামুড্ডার ইউএনও হাছিবা খাতুনকে নরসিংদীর মনোহরদী; ফরিদপুরের বোয়ালমারী ইউএনও মোশারেফ হোসেনকে মুন্সীগঞ্জের শ্রীনগরে বদলি করা হয়েছে।
রংপুর বিভাগ: দিনাজপুরের পার্বতীপুরের ইউএনও মুহাম্মদ ইসমাঈলকে নীলফামারীর সৈয়দপুর; দিনাজপুরের বিরলের ইউএনও মোছা: আফসানা কাওছারকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী; ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গীর ইউএনও বিপুল কুমারকে দিনাজপুরের পার্বতীপুর; নীলফামারীর সৈয়দপুরের ইউএনও ফয়সাল রায়হানকে দিনাজপুর সদর; পঞ্চগড়ের বোদার ইউএনও বহ্নিশিখা আশাকে দিনাজপুরের বিরল; দিনাজপুর সদরের ইউনো মো: রমিজ আলমকে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ এবং ঠাকুরগাওয়ের পীরগঞ্জের ইউএনও শাহরিয়ার নজিরকে পঞ্চগড়ের বোদা বদলি করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ সদরের ইউএনও মোহাম্মদ শরিফুল ইসলামকে ময়মনসিংহের গফরগাঁও; ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইউএনও মোহাম্মদ নাহিদুল করিমকে ময়মনসিংহের গৌরীপুর; শেরপুরের শ্রীবর্দীর ইউএনও ইফতেখার ইউনুসকে ময়মনসিংহ সদর; ময়মনসিংয়ের হালুয়াঘাটের ইউএনও মাহমুদা হাসানকে ময়মনসিংহের মুক্তাগাছা; ময়মনসিংহের গফরগাঁও এর ইউএনও আবিদুর রহমানকে ময়মনসিংহের হালুয়াঘাট; নেত্রকোনার কেন্দুয়ার ইউএনও কাবেরী জালালকে ময়মনসিংহের ফুলবাড়িয়া; ময়মনসিংহের মুক্তাগাছার ইউএনও আবুল কালাম লুৎফর রহমানকে জামালপুরের মিলান্দহ এবং জামালপুরের মিলন্দহেন ইউএনও মো: সেলিম মিয়াকে নেত্রকোনার কেন্দুয়ায় বদলি করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগ: নোয়াখালীর সোনাইমুড়ীর ইউএনও মো. ইসমাইলকে কুমিল্লার লাঙ্গলকোট; রাঙ্গামাটির কাউখালির ইউএনও সৈয়দা সাদিয়া নুরিয়াকে খাগড়াছড়ির মানিকছড়ি; খাগড়াছড়ির মানিকছড়ির ইউএনও রক্তিম চৌধুরীকে রাঙ্গামাটির কাউখালী; চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইউএনও আতাউল গনি ওসমানীকে বান্দরবানের আলীকদম ; চট্টগ্রাম গ্রামের পটিয়ার ইউএনও মোহাম্মদ আতিকুল মামুনকে বান্দরবানের বোয়াংছড়ি; কুমিল্লা নাঙ্গলকোটের ইউএনও মো: রায়হান মেহেবুবকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া; কুমিল্লার দাউদকান্দীর ইউএনও মহিনুল হাসানকে নোয়াখালীর বেগমগঞ্জ; কক্সবাজারের কুতুবদিয়ার ইউএনও দীপঙ্কর তঞ্চঙ্গ্যাকে চট্টগ্রামের কর্ণফুলী; চট্টগ্রামের সন্দ্বীপের ইউএনও সম্রাট খীসাকে কক্সবাজার সদর; কুমিল্লার মেঘনার ইউএনও রাবেয়া আক্তারকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া; চট্টগ্রামের কর্ণফুলীর ইউএনও মামুন রশিদকে খাগড়াছড়ির দীঘিনালা; খাগড়াছড়ির দীঘিনালার ইউএনও মোহাম্মদ আরাফাতুল আলমকে কুমিল্লার দাউদকান্দি; চাঁদপুরের শাহরাস্তীর ইউএনও মোহাম্মদ হুমায়ুন রশিদকে ফেনী সদর; বান্দরবানের আলীকদমের ইউএনও জাবের মো. সোয়াইবকে কুমিল্লার চান্দিনা; চাঁদপুরের হাজীগঞ্জের ইউএনও মো রাশেদুল ইসলামকে কক্সবাজারের কুতুবদিয়া; বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ইউএনও রোমেন শর্মাকে আদর্শ সদর কুমিল্লা; আদর্শ সদর কুমিল্লার ইউএনও কানিজ ফাতেমাকে নোয়াখালীর সোনাইমুড়ি; নোয়াখালীর কোম্পানীগঞ্জের ইউএনও মোজবা-উল আলম ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল; ফেনী সদরের ইউএনও আনোয়ার হোসাইন পাটোয়ারীকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ; কুমিল্লার চান্দিনার ইউএনও তাপস শীলকে চাঁদপুরের হাজিগঞ্জ; চট্টগ্রামের রাউজানের ইউএনও আব্দুস সামাদ সিকদারকে কুমিল্লার মুরাদনগর; নোয়াখালীর কবিরহাটের ইউএনও ফাতিমা সুলতানাকে চাঁদপুরের মতলব দক্ষিণ; ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীনকে নোয়াখালীর কবিরহাট; নোয়াখালীর বেগমগঞ্জের ইউএনও ইয়াসির আরাফাতকে চাঁদপুরের শাহারাস্তি; কক্সবাজার সদরের ইউএনও মোহাম্মদ জাকারিয়াকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি; চাঁদপুরের মতলব দক্ষিণের ইউএনও রেনু দাসকে কুমিল্লার মেঘনা; বান্দরবানের ইউএনও মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরীকে চট্টগ্রামের সন্দ্বীপ; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইউএনও অংগ্যজাই মারমাকে চট্টগ্রামের রাউজান এবং কুমিল্লার মুরাদনগরের ইউএনও আলাউদ্দিন ভূঞা জনিকে চট্টগ্রামের পটিয়ায় বদলি করা হয়েছে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জের দিরাইয়ের ইউএনও মাহমুদুর রহমান মামুনকে মৌলভীবাজারের কুলাউড়া; সুনামগঞ্জ সদরের ইউএনও সালমা পারভীনকে সুনামগঞ্জের তাহিরপুর; সিলেটের কোম্পানীগঞ্জ এর ইউএনও লুসিকান্ত হাজংকে মৌলভীবাজারের জুড়ী; হবিগঞ্জের মাধবপুরের ইউএনও মনজুর আহসানকে সুনামগঞ্জের শাল্লা; মৌলভীবাজারের কুলাউড়ার ইউএনও মাহমুদুর রহমান খোন্দকারকে সুনামগঞ্জের দিরাই ; সিলেটের গোলাপগঞ্জের ইউএনও মৌসুমী মান্নানকে সুনামগঞ্জ সদর; মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুনকে সিলেটের গোলাপগঞ্জ; হবিগঞ্জ সদরের ইউএনও আয়েশা আক্তারকে বিয়ানীবাজার সিলেট; সুনামগঞ্জের শাল্লার ইউএনও আবু তাহেরকে মৌলভীবাজারে শ্রীমঙ্গল; মৌলভীবাজারের জুড়ীর ইউএনও রঞ্জন চন্দ্র দে কে হবিগঞ্জ সদর; সিলেটের বিয়ানীবাজার এর ইউএনও আফসানা তাসলিমকে সিলেটের জকিগঞ্জ; সুনামগঞ্জের তাহিরপুরের ইউএনও সুপ্রভাত চাকমাকে মৌলভীবাজারের বড়লেখা; সিলেটের জোকিগঞ্জের ইউএনও এ কে এম ফয়সাল কে হবিগঞ্জের মাধবপুর এবং মৌলভীবাজারে বড়লেখা ইউএনও সুনজিত কুমার চন্দ্রকে সিলেটের কোম্পানিগঞ্জে বদলি করা হয়েছে।
বরিশাল বিভাগ: পটুয়াখালীর দুমকির ইউএনও আল ইমরানকে বরগুনা বামনা, পিরোজপুরের নাজিরপুরের ইউএনও সঞ্জীব দাসকে পটুয়াখালী সদর; পটুয়াখালীর বামনার ইউএনও অন্তরা হালদারকে বরিশালের বানরীপাড়া; বরিশালের বাকেরগঞ্জ এর ইউএনও সজল চন্দ্র শীলকে ভোলা সদর; ভোলা সদরের তৌহিদুল ইসলামকে ভোলার লালমোহন; পটুয়াখালী সদরের ইউএনও সাইফুর রহমানকে বরিশালের বাকেরগঞ্জ; বরিশালের বানারীপাড়ার ইউএনও ফাতিমা আজরিন তন্বীকে পিরোজপুরের নাজিরপুর এবং ভোলার লালমোহনের ইউএনও অনামিকা নজরুলকে পটুয়াখালীর দুমকি বদলি করা হয়েছে।
স্বাআলো/এস