একাদশ সংসদের সর্বশেষ অধিবেশন (২৫তম) বসছে বিকেল ৪টায়। রবিবার (২২ অক্টোবর) শুরু হবে এই অধিবেশন। আগামী ৩১ অক্টোবর তা শেষ হতে পারে জানা গেছে। স্বল্প মেয়াদের এই অধিবেশনে সর্বোচ্চ সংখ্যক বিল পাসের সম্ভাবনা রয়েছে।
অধিবেশন বসার আগে রবিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
সংশ্লিষ্ট সূত্র মতে, সংবিধানিক বাধ্যবাধকতায় নিয়মিত বিরতিতেই অনেকটা নিয়মরক্ষার জন্য চলতি সংসদের অধিবেশন বসেছে। গত ১৪ সেপ্টেম্বরে শেষ হওয়া ২৪তম অধিবেশন পর্যন্ত মোট ২৬২ কার্যদিবস অধিবেশন বসেছে। এর আগে, দশম সংসদ ৪১০ কার্যদিবস ও নবম সংসদ ৪১৮ কার্যদিবস চলে অধিবেশন চলে।
সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, চলতি সংসদে রেকর্ড সংখ্যক অধিবেশন বসলেও তুলনামূলক কম সংখ্যক বিল পাস হয়েছে। গত ২৪তম অধিবেশন পর্যন্ত ১৪০টি বিল পাস হয়েছে। এর আগে নবম সংসদে ২৭১টি ও দশম সংসদে ১৯৩টি বিল পাস হয়েছিলো। তবে একাদশ সংসদের চলতি অধিবেশনে রেকর্ড সংখ্যক বিল পাসের সম্ভাবনা রয়েছে। গত অধিবেশনে ১৮টি বিল পাস হয়েছিলো।
এবার ২৫টির মতো বিল পাস হতে পারে। বর্তমানে সংসদে পাসের অপোয় আছে ৫টি বিল। আর ১২টি বিল সংসদীয় কমিটিতে প্রক্রিধীন রয়েছে। সংসদের উত্থাপনের জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত ৫টি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। এই বিলগুলো হচ্ছে- বাংলাদেশ হেমিওপ্যাথিক চিকিৎসা বিল-২০২৩, আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০২৩, জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল-২০২৩ এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩। এছাড়া মন্ত্রী পরিষদে অনুমোদিত আরো ৩/৪টি বিল সংসদে আসতে পারে বলে জানা গেছে।
এদিকে চলতি সংসদে রেকর্ড সংখ্যক ৩১ জনের মৃত্যু ঘটনা ঘটেছে। এমন দুঃখজনক ঘটনা অতীতের কোনো সংসদে ঘটেনি।
স্বাআলো/এসএ