মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যেয়ে পুলিশের কাছে আটকের পর দীর্ঘদিন কারাভোগ শেষে দুই দেশের মধ্যে যোগাযোগের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে শিশুসহ ১৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত।
রবিবার (২৩ জুন) ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন। তারা বিভিন্ন মেয়াদের কারাভোগ করেছেন।
ফেরত আসারা হলেন, রফিক তালকুদার (৫৩), রাজু ভুইয়া (২৫), মামুন তালুকদার (১৭), আফসানা আক্তার (২৩), মরিয়ম আক্তার (২৩), ওমর ফারুক (৩০), নাজমুল শিকদার (৫৪), ফাতেমা (৩৪), আমিন (৬), ফাতিমা (৪), মাহীম হাওলাদার (৪) ও ফাহিম হাওলাদার (২)।
এদের বাড়ি নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলায়।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম জানান, ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানার নিকট হস্থান্তর করা হবে।
বেনাপোল পোর্ট থানা জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার কাছে হস্তান্তর করবেন।
জানা যায়, তারা বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করেন পরে ভারতীয় আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ে, ভারতের আইনশৃঙ্খলা বাহিনী ভারতের মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেন।
স্বাআলো/এস