যশোর

বেনাপোল থেকে ১৬টি ককটেল উদ্ধার

| November 18, 2023

যশোরের বেনাপোলে পুকুর পাড় থেকে ১৬টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) বেনাপালের বালুণ্ডা এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া স্যারের কাছে গোপন সংবাদ আসে বালুণ্ডা বাজারে পশ্চিম পাশে বালুন্ডা টু বারপোতা রাস্তার পাশে একটি পুকুরের পাড়ে মধ্যে পরিত্যক্ত অবস্থায় ককটেল রয়েছে। এমন সংবাদে ওসির নির্দেশে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৬টি ককটেল কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করেন কে বা কারা ককটেলগুলো এক জায়গায় জমা করে রাখছিলো বলে জানাই পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply