জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনসহ
মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহষ্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা প্রশাসকের দরবার হলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর কাছে উক্ত সব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, মোঃ গোলাম সরোয়ার ও রেজাউল করিম।
ভাইস চেয়ারম্যান পদে চিন্ময় বণিক, ফারুক হোসাইন, আনিচুর রহমান, হাসান সিকদার, আফজাল হোসেন, সালাউদ্দিন হীরা, সহিদুল ইসলাম, সাইদুর রহমান, কামরুল ইসলাম ও দেলোয়ার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোহানা হোসেন, ফৌজিয়া ইয়াসমিন, নাসিমা আক্তার ও কামরুন নাহার শিমুল।
উক্ত প্রার্থীদর মনোনয়নপত্র বাছাই ৫ মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ে রির্টানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ৯-১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে রবিবার, প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহন ২৯ মে বুধবার।
এ উপজেলায় একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন।
স্বাআলো /এস