বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল ও অবরোধসহ নানান কর্মসূচি ঘিরে দেশে ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে সারাদেশে ১৯৭টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এই সময়ে গড়ে প্রতিদিন প্রায় সাতটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।
বাসে আগুন দিলেই ১০ হাজার টাকা, ভিডিও পাঠানো হয় শীর্ষ নেতাদের
তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দিনে গড়ে সাতটি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে দিনে গড়ে প্রায় পাঁচটি করে বাসে আগুনের ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, দেশের ৬০টি উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাকি ৪৩৫টি উপজেলায় কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।
হরতালে দিনদুপুরে বিআরটিসি বাসে আগুন
এসব আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৪১টি ইউনিট ও এক হাজার ৮৮৮ জন জনবল কাজ করেছেন বলেও জানান তালহা বিন জসিম।
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিটিতে ৯৫টি, ঢাকা বিভাগে ৩৭টি, চট্টগ্রাম বিভাগে ২২টি, রাজশাহী বিভাগে ২৪টি, বরিশাল বিভাগে সাতটি, রংপুর বিভাগে সাতটি, খুলনা বিভাগে দুইটি, ময়মনসিংহ বিভাগে দুইটি, সিলেট বিভাগে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্বাআলো/এস