বাগেরহাটে ইমরান হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

বাগেরহাটের কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইদের হাতে নির্মমভাবে খুন হওয়া ইমরান হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে খুলনা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে এ দুই আসামিকে কচুয়া থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া দুই আসামি হলো, বাগেরহাটের কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের শাকিল শেখ (২৫) ও রাব্বী শেখ (১৯)।

গোপন খবরের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ (সদর কোম্পানি) ও বরিশাল র‌্যাব-৮ এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের চৌকস অভিযানিক দল বৃহস্পতিবার ভোর রাতে পটুয়াখালীর কুয়াকাটা এলাকা হতে তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার বিকেলে খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মেইল বার্তায় দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ অক্টোবর বাগেরহাটের কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইদের ইটের আঘাতে ইমরান শেখ (২২) নামের এক যুবক নিহত হয়। নিহত ইমরান একই গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। ইমরান শেখের উপজেলার শাখারীকাঠি বাজারে একটি মুদিখানা ও চায়ের দোকান রয়েছে। এ ঘৃণ্য হত্যাকাণ্ডটি জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে হত্যাকাণ্ডের বিষয়ে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে ও হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় খুলনা র‌্যাব -৬ এর একটি আভিযানিক দল বরিশাল র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের সহযোগিতায় বৃহস্পতিবার ভোর রাতে কুয়াকাটা এলাকা থেকে শাকিল ও রাব্বীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হত্যার সাথে জড়িত থাকার বিষয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এদেরকে কচুয়া থানায় সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...

পুকুরে ভাসছিলো যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে...

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...