বিজিবি দেখে ২ কোটি টাকার সোনা ফেলে পালালো পাচারকারী

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুই কেজি ৩৮৪ গ্রাম ওজনের পাঁচ পিস সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা সীমান্ত থেকে এই বারগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ১২ লাখ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে সোনার চালান পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সুলতানপুর বিজিবির টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের মেইন পিলার-৭৯ থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা ঈদগাহ সংলগ্ন কবরস্থানের পশ্চিম পাশে একটি আম বাগানের মধ্যে অবস্থান নেয়। এমন সময় দুপুর ১২টার দিকে ওই এলাকা দিয়ে একজন ব্যক্তিকে সীমান্তের শূণ্য লাইনের দিকে যেতে দেখলে বিজিবি টহল দল তাকে ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা সাদা রংয়ের একটি শপিং ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। তখন বিজিবির সশস্ত্র টহল দুই ভাগে বিভক্ত হয়ে একটি দল ওই ব্যক্তিকে আটক করার চেষ্ট করলেও সে পালিয়ে যায়। অন্য দল ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট থেকে আনুমানিক দুই কেজি ৩৮৪ গ্রাম (২০৪.৩৯ ভরি) ওজনের ছোট বড় পাঁচটি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ১২ লাখ টাকা।

এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের কথা জানিয়ে নায়েক রবিউল ইসলাম বলেন, জব্দ করা সোনার বারগুলো ট্রেজারিতে জমা করা হবে।

স্বাআলো/এসএস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...