যশোরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৫ নভেম্বর) রাতে সদর উপজেলার দোগাছি-বৃত্তিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এই ব্যাপারে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেছে পুলিশ।
আটককৃতরা হলো, দোগাছি-বৃত্তিপাড়া গ্রামের আল আমিন ও সোহান হোসেন।
ডিবি পুলিশের এসআই নুর ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার দোগাছি-বৃত্তিপাড়া গ্রামের কাজী শাহেদ আহমেদ কলেজের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্বাআলো/এস