বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ থেকে বুধবার (৮ নভেম্বর) রাতে জ্বালানি তেল পাচারকালে পুলিশের অভিযানে পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে।
এ সময় ১৮ ড্রাম জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়েছে। পাচারের কাজে ব্যবহ্নত ট্রলারটি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, মোংলা পৌরসভার শ্রমকল্যাণ রোড বালুর মাঠ ও কবরস্থান এলাকার হেলাল মৃধা (৩০) ও রনি (২৫)।
বুধবার রাত ৮টার দিকে পশুর চ্যানেল সংলগ্ন মোংলা নদীর পাড় থেকে তেল সহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকার নদীতে নোঙ্গর করা বিদেশি জাহাজ থেকে একদল পাচারকারী তেল (ডিজেল) পাচার করে ট্রলার বোঝাই করছে এমন গোপন খবর পেয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুশফিকুর রহমান তুষার মোংলা থানার পুলিশ ফোর্স নিয়ে অভিযানে যায়। রাত ৮টার দিকে বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ইঞ্জিনচালিত
নৌকা দ্রুত যেতে দেখে চ্যালেন্স করে পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা ট্রলার চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মোংলা নদীর পাড় থেকে ট্রলারে তল্লাশি চালিয়ে ১৮ ড্রাম চোরাই জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেফতার ও ট্রলারটি জব্দ করা হয়।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বৃহস্পতিবার (৯ নভেম্বর) জানান, মোংলা একটি সমুদ্র বন্দর। এখানে বন্দরের বিভিন্ন দেশি-বিদেশি মালামাল পাচারকারী কয়েকটি চোরা সিন্ডিকেট তৈরি হয়েছে। তারা প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে প্রতিনিয়ত তেল (ডিজেল) গম, চাল, কয়লা, সারসহ বিভিন্ন যন্ত্রাংশ পাচার করছে এমন তালিকা রয়েছে পুলিশের কাছে। অভিযান চালানো হচ্ছে, এরই মধ্যে বহু মালামাল জব্দ করাসহ গ্রেফতার করা হয়েছে পাচারকারী চক্রের সদস্যদের। বুধবার রাতেও পশুর নদীতে অভিযান চালিয়ে চোরা তেল সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশের কর্মকর্তা।
স্বাআলো/এস