টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

জেলা প্রতিনিধি, কক্সবাজার: জেলার টেকনাফ নাফ নদী সীমান্ত দিয়ে পাচারকালে দুই কেজি ১৩৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

রবিবার (১৫ জুলাই) মধ্যরাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ- ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, রবিবার মধ্যরাতে টেকনাফে নাফ নদীর রইক্ষ্যং সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদী সীমান্ত পার হয়ে সন্দেহজনক এক ব্যক্তিকে একটি ছোট বস্তা হাতে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তির সাথে থাকা বস্তাটি ফেলে দিয়ে অন্ধকারে গ্রামের ভেতর পালিয়ে যায়। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া দিলেও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে পাচারকারীর ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয়। পরে এটি খুলে দুই কেজি ১৩৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

জব্দ করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে বলেও জানান তিনি।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: সাতক্ষীরায় ৫ সেনা সদস্য আহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে...

পারভেজ হত্যার প্রতিবাদে চৌগাছায় ছাত্রদলের মানববন্ধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও...

ভেঙে ফেলা হবে ঢাকার ৩৩৮২ ভবন

ঢাকা অফিস: রাজধানী ঢাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ৩৩৮২টি...

চৌগাছায় মানবপাচার প্রতিরোধে রেফারেল নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে...