বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক ও মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
রবিবার (৩ ডিসেম্বর) সদর উপজেলার বেমরতা বাদামতলা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মিজান জমাদ্দার (৩৫) ও একই এলাকার রাব্বি খান (২৫)।
আহতরা হলেন, একই এলাকার মান্নান জমাদ্দার (২৮) ও রনি (২৩)।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, রবিবার সদরের বেমরতা ইউনিয়নের বাদামতলা এলাকায় দক্ষিণ বাংলা নামের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইক ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এ সময় মোটসাইকেল আরোহীসহ চারজন মারাত্বক আহত হয়। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
স্বাআলো/এস