যশোরে ট্রাকে আগুন দেয়ার সময় ২ ‍যুবক আটক

যশোরে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে আগুন দেয়ার সময় দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে যশোর-মণিরামপুর মহাসড়কের রাজারহাট গাজী হোটেলের কাছ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের হামিদপুর গ্রামের মাসুম বিল্লাহ (১৮) ও রাজু আহম্মেদ (২৬)।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রাজারহাট এলাকায় কয়েকজন নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এক পর্যায়ে রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে একটি পণ্যবাহী ট্রাক রাজারহাট সংলগ্ন গাজী হোটেলের একটু দূরে পার্কিং করে চালক খেতে যায়। এ সময় একটি মোটরসাইকেলে করে দুইজন যুবক এসে অগ্নিসংযোগের উদ্দেশ্যে পণ্যবাহী ট্রাকে পেট্রল ঢালতে থাকে। এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া দিলে তারা পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করেন।

তিনি আরো বলেন, এ সময় নাশকতাকারীদের নিকট থেকে এক বোতল পেট্রল, সদ্য খালি করা একটি বোতল, এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চলমান হরতাল-অবরোধকে কেন্দ্র করে এ নাশকতা সৃষ্টির লক্ষ্যে তারা আগুন দেয়ার চেষ্টা করছিলো। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...