Uncategorized

পদ্মা নদীতে ডুবে ২ যুবক নিহত

| April 21, 2024

রাজশাহী ব্যুরো: রাজশাহীর পদ্মা নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে বাপ্পি হোসেন (১৬) ও মনির হোসেন (২০) নামে দুই যুবকের দুইজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) পবা উপজেলার হরুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন ও একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন। বাপ্পি হোসেন এবারের এসএসসি পরীক্ষার্থীয় অংশ নিয়েছিলো। আর মনির থাই মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বাপ্পিকে সাঁতার শেখানোর জন্য পদ্মা নদীতে নিয়ে যান মনির। নদীতে নেমে তারা ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ডুবুরিরা প্রথমে বাপ্পি ও পরে মনিরের লাশ উদ্ধার করেন। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick